যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন সিএআইআর (দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস)–কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ফ্লোরিডা সরকার। একইসঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মুসলিম ব্রাদারহুড–কেও।
স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এই নির্বাহী আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মাসে টেক্সাস অঙ্গরাজ্যও একই ধরনের ঘোষণা দেয়। খবর—এপি।
ফ্লোরিডার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিএআইআর। সংগঠনটি ঘোষণা দিয়েছে যে, এই সিদ্ধান্ত অসাংবিধানিক ও মানহানিকর, এবং তারা এর বিরুদ্ধে আদালতে মামলা করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, মার্কিন ফেডারেল সরকার এখন পর্যন্ত সিএআইআর বা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিটে কড়াকড়িতে উদ্বেগ
ফ্লোরিডার নির্বাহী আদেশ অনুযায়ী, রাজ্যের কোনো নির্বাহী সংস্থা বা মন্ত্রিসভা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিএআইআর বা মুসলিম ব্রাদারহুড কিংবা তাদের সহায়তাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, নিয়োগ বা অর্থায়ন করতে পারবে না।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সিএআইআর-এর বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ২৫টি শাখা রয়েছে। গত মাসেও সংস্থাটি টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের একই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে।
অন্যদিকে, প্রায় এক শতাব্দী আগে মিশরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিশ্বের বিভিন্ন দেশে শাখা বিস্তার করেছে। সংগঠনটির দাবি, তারা বহু বছর আগে সহিংসতা ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে ইসলামভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী।
তবে মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও রাশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আগে থেকেই সংগঠনটিকে নিষিদ্ধ করেছে। চলতি বছর জর্ডানও এক নাশকতা পরিকল্পনা বানচাল করার দাবি তুলে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে।
