দিনাজপুরে বাস–ইজিবাইক সংঘর্ষে ৪ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
ছবি : সংগৃহীত
দিনাজপুরের সদরে বাসের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। ইজিবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন, তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
