×

এশিয়া

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৮:৪৯ এএম

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

জাপানের সঙ্গে ‘ইতিহাসের অন্যতম বড়’ বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি, জাপানের সঙ্গে। এটি উভয়পক্ষের জন্যই লাভজনক হবে। আমরা কঠোর পরিশ্রম করেছি, সবসময়ই বলেছি— চুক্তি যেন দুই পক্ষেরই মঙ্গল বয়ে আনে।

চুক্তির শর্ত অনুযায়ী, জাপান যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ পাল্টা শুল্ক দেবে। একইসঙ্গে জাপান নিজ দেশের বাজার যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল ও কৃষিপণ্য আমদানির জন্য খুলে দেবে, আর যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে পূর্ব এশিয়ার দেশটি।

আরো পড়ুন : মাস্ক-ও’ডোনেল-মামদানির নাগরিকত্ব বাতিল করবেন ট্রাম্প?

জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া এক পোস্টে জানান, তিনি হোয়াইট হাউসে আলোচনায় অংশ নিয়ে ‘মিশন সম্পন্ন’ করেছেন। তবে বিবিসি জানিয়েছে, চুক্তির বিস্তারিত জানার জন্য তারা ওয়াশিংটনে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

চুক্তির আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প জাপানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে কোনো চুক্তি না হলে জাপানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। এর আগেই এপ্রিলে ট্রাম্প বলেছিলেন, জাপানি গাড়িসহ বিভিন্ন পণ্যে ২৪ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে, যা পরে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়।

এ ঘোষণার ফলে বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা দেখা দেয়। বর্তমানে জাপান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া গাড়িতে ২৫ শতাংশ শুল্ক বসে। নতুন চুক্তির ফলে জাপানি গাড়ি নির্মাতাদের জন্য শুল্ক কমার সম্ভাবনা তৈরি হওয়ায় টয়োটা, নিশান, হোন্ডা-এর মতো কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে। নিক্কেই ২২৫ সূচকও বুধবার সকালে প্রায় ২ শতাংশ বেড়ে যায়।

চুক্তির ঘোষণা এমন এক সময়ে এলো যখন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রাজনৈতিক চাপের মুখে আছেন। সদ্যসমাপ্ত নির্বাচনে তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) দেশটির উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। এর আগে নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারায় দলটি।

প্রধানমন্ত্রী ইশিবা সাংবাদিকদের বলেছেন, আলোচনার ফলাফল সম্পর্কে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, যতক্ষণ না আমরা চুক্তির সব বিষয় ভালোভাবে খতিয়ে দেখি।

ট্রাম্প এ সময় আরো জানান, শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা আসছে এবং আরো বেশ কিছু চুক্তি দ্রুতই স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স‌চিবালয়ে শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে সংলাপ থেকে ওয়াকআউট করলো ৩ দল

স‌চিবালয়ে শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে সংলাপ থেকে ওয়াকআউট করলো ৩ দল

‘গ্রোক’ চালাতে ১২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছেন ইলন মাস্ক

‘গ্রোক’ চালাতে ১২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছেন ইলন মাস্ক

মাইলস্টোনে ৯ ঘণ্টা ‘অবরুদ্ধ’, যা জানালেন প্রেস সচিব

মাইলস্টোনে ৯ ঘণ্টা ‘অবরুদ্ধ’, যা জানালেন প্রেস সচিব

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App