বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম

লুৎফর রহমান বাদল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে প্রার্থিতা একের পর এক প্রত্যাহার করছেন প্রার্থীরা। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে তামিম ইকবালসহ তিন ক্যাটাগরির ১৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতারত লুৎফর রহমান বাদল ও রাজশাহী বিভাগের প্রার্থী হাসিবুল আলম।
শুক্রবার (৩ অক্টোবর) মিরপুরে সংবাদ সম্মেলনে লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল জানিয়েছিলেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন। তবে শনিবার হঠাৎ করেই জানালেন, তিনি নির্বাচনে থাকছেন না। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। যদিও নির্বাচন কমিশন এখনও তার চিঠি হাতে পায়নি বলে জানিয়েছে।
নিজের নির্বাচন না করা নিয়ে বাদল একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে তিনি লিখেছেন-
আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান। আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারো দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাব, কেন এবং কি কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।
আরো পড়ুন : বিসিবি নির্বাচন থেকে কেন সরে দাঁড়ালেন তামিম ইকবাল?
তিনি লিখেছেন, কাঁদা ছোঁড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, একাধিক প্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ।
বিসিবি নির্বাচনে কারচুপির অভিযোগসহ নানা অভিযোগ করে রাজশাহী বিভাগের পরিচালক প্রার্থী হাসিবুল আলমও নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আজ।