পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম

নজরুল ইসলাম নাজু। ছবি : ভোরের কাগজ
পল্লবী থানা বিএনপিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নজরুল ইসলাম নাজুকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এর আগে পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের যৌথ সিদ্ধান্তে এ নিয়োগ চূড়ান্ত করা হয়। গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ককে পল্লবী থানা বিএনপিকে আরো সক্রিয়, সংগঠিত ও গতিশীল করতে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নজরুল ইসলাম নাজু রাজপথের একজন সাহসী ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরো পড়ুন : উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার দেখতে জনতার ঢল
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় নাজু বলেন, দলের এই সংকটময় সময়ে আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে আমি সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।
তিনি আরো বলেন, তৃণমূলের মানুষের জন্য একটি সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। এখন সময় ঐক্যের—সব বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যেতে হবে।