×

বিএনপি

শিক্ষক আন্দোলনে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে যোগ দিচ্ছেন নেতারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম

শিক্ষক আন্দোলনে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে যোগ দিচ্ছেন নেতারা

ছবি : সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বৃহত্তর দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা জানাতে বিএনপির কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে উপস্থিত হচ্ছেন।এ তথ্য জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি জানান, আজ শহীদ মিনারে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ অন্যান্য নেতারা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন।

শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গত নয় দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। আন্দোলনের অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে ভুখা মিছিলও করেছেন। সোমবার সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি আরো প্রসারিত হবে।

আরো পড়ুন : প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

সরকার সম্প্রতি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করেছে। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের কাছে চিঠি প্রেরণ করেছে এবং আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

তবে আন্দোলনকারীরা বলছেন, ৫ শতাংশ বাড়িভাড়া আমাদের প্রাথমিক বিজয় মাত্র। ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না জারি হওয়া পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

জানা গেলো পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জানা গেলো পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

ইসলামী আন্দোলনের জন্য ৫০ আসন সমঝোতা

ইসলামী আন্দোলনের জন্য ৫০ আসন সমঝোতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App