×

বিএনপি

বিএনপির জোটে নির্বাচন করবে ববি হাজ্জাজের এনডিএম

Icon

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম

বিএনপির জোটে নির্বাচন করবে ববি হাজ্জাজের এনডিএম

ছবি : ভোরের কাগজ

বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে প্রার্থী হতে চান।

এছাড়াও জোটের কাছে আরো কিছু আসন চায় তাঁর দল। তিনি জানান, তাঁর দল ‘জবাবদিহির গণতন্ত্র’ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারে বিশ্বাসী। গণ-অভ্যুত্থানের চেতনায় জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় এনডিএম।

ন্যায়ের প্রতি সমর্থন আর গণমানুষের অধিকার রক্ষায় সরব থাকার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের মাঠে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। দলের প্রার্থী বাছাই ও প্রচারসহ নির্বাচনের নানা প্রস্তুতি চলছে আঁটঘাট বেঁধেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এনডিএম। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, যুগপৎ আন্দোলনে আমরা সবাই একত্রিত ছিলাম। একত্রিত থাকা হিসেবে আগামী নির্বাচনে জোটবদ্ধ থাকার প্রয়াস আমাদের প্রথম থেকেই ছিল। সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। যুগপৎ আন্দোলনের নেতৃত্বে ছিল বিএনপি, সে কারণে জোটের নেতৃত্বেও আছে বিএনপি। আমরা যারা আন্দোলনে একত্রিত ছিলাম, গত কয়েক মাস ধরেই তারা বিএনপির সঙ্গে আলোচনা করছি।

‘দেশ হবে জনতার’ এই স্লোগানে জবাবদিহির গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনের মাঠে ভোটারের হৃদয় জয় করার কথা ভাবছেন এনডিএমের চেয়ারম্যান। তিনি বলেন, দেশ হবে জনতার। এতদিন এই কারণেই আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। দেশ জনতার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। দেশের জনগণের কাছে আমাদের প্রতিজ্ঞা, তাদের হাতে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র ফিরিয়ে দেব।

নির্বাচন ঘিরে নানা মহল অপপ্রচার চালালেও বিগত ১৬ বছরের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা এনডিএমের। তিনি বলেন, আমরা এতখানি আত্মবিশ্বাসী যে, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা

নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব: প্রধান উপদেষ্টা

নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল

ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App