খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছেন। দুপুর সাড়ে ১২টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের হালনাগাদ তথ্য জানাতে হাসপাতাল প্রাঙ্গণে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে, খালেদা জিয়াকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির নেতা–কর্মীরা। সকাল থেকেই সেখানে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সামনে ভিড় আরো বৃদ্ধি পায়।
আরো পড়ুন : খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান
হাসপাতালের সামনে কুমিল্লা থেকে আসা বিএনপি কর্মী মাহিদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, নেত্রীর জন্য খুব খারাপ লাগছিল, তাই ঢাকায় চলে এসেছি। নেত্রী সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের দোয়া।
উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে তিনি প্রথমে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করেন। প্রায় চার মাস পর, গত ৬ মে তিনি দেশে ফেরেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
