×

রংপুর

কুড়িগ্রামে ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা নেমে ১২.৪°

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ এএম

কুড়িগ্রামে ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা নেমে ১২.৪°

ছবি : সংগৃহীত

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোর থেকে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্থানীয়দের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

এলাকাবাসী জানান, সকাল হলেও কুয়াশার কারণে সড়ক দেখা যাচ্ছে না। ফলে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনকে। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী পরিবারগুলো। ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও পড়ছেন নানান চ্যালেঞ্জে।

যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দারা বলেন, “কুয়াশা আর ঠান্ডায় বাড়িত থাকি বের হওয়া যায় না। কিন্তু কী করব, কাম করি তো খাওয়া লাগবে।”

পৌর শহরের বাসিন্দাদেরও একই অভিযোগ। তারা বলেন, “ঠান্ডায় মানুষ বাইরে বের হয় না, তাই ভাড়াও পাই না। সংসার কীভাবে চলবে—এই চিন্তায় আছি।”

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে আসার সময় এসেছে

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে আসার সময় এসেছে

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

পাবনায় কোর্ট চত্বরে নারী আইনজীবীকে হত্যার হুমকি, থানায় জিডি

পাবনায় কোর্ট চত্বরে নারী আইনজীবীকে হত্যার হুমকি, থানায় জিডি

সরকারের শেষ সময়ে দাবির হিড়িক

সরকারের শেষ সময়ে দাবির হিড়িক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App