×

বিএনপি

গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে দেশ: তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে দেশ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে যেসব মা তাঁদের সন্তান হারিয়েছেন, যেসব বোন তাঁদের স্বামীকে হারিয়েছেন—আজ তাঁদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। গুম ও খুনের শিকারদের বিষয়ে রাষ্ট্র কখনো দায় এড়িয়ে যেতে পারে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব শহীদদের স্মরণে সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কেউ নতুন করে ষড়যন্ত্র করতে না পারে। প্রকৃত বিচার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

বিগত আন্দোলন ও দমন-পীড়নে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর কষ্ট, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচিত সরকার আসলেও সব সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে না

মতিউর রহমান নির্বাচিত সরকার আসলেও সব সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে না

নির্বাচন কমিশনে নিরাপত্তা জোরদার

নির্বাচন কমিশনে নিরাপত্তা জোরদার

আরআরপি ফার্মাসিউটিক্যালসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আরআরপি ফার্মাসিউটিক্যালসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App