×

জাতীয়

নির্বাচন কমিশনে নিরাপত্তা জোরদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

নির্বাচন কমিশনে নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত

শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের সামনে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির পর কমিশন ভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের চারপাশে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

শনিবার সকালে নির্বাচন কমিশন ভবনের সামনে গিয়ে দেখা যায়, প্রবেশের আগেই কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। পিকেএসএফমুখী সড়কসহ আশপাশের সব রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কমিশনের মূল গেটে তিন স্তরের নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে।

আরো পড়ুন : গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে দেশ: তারেক রহমান

এ ছাড়া মূল ভবনের সামনেই ব্যারিকেড দিয়ে চলাচল সীমিত করা হয়েছে। সেখানে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সদস্যরা। কমিশন ভবনে প্রবেশ করতে ইচ্ছুক প্রত্যেকের কাছেই প্রবেশের উদ্দেশ্য জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে ভেতরে প্রবেশের অনুমতি মিললেও অস্থায়ী অপেক্ষারত বুথ থেকে অডিটোরিয়ামে যেতে আরো দুই ধাপের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, শুক্রবারের পরিস্থিতির পর নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বহুতল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতেই এই ব্যবস্থা সাময়িকভাবে কার্যকর থাকবে বলে জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ

নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ

ইসিতে প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল

ইসিতে প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচিত সরকার আসলেও সব সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে না

মতিউর রহমান নির্বাচিত সরকার আসলেও সব সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App