মাতৃত্বের বিরতির পর শুটিংয়ে ফিরছেন দীপিকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত
মা হওয়ার পর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকা বলিউড তারকা দীপিকা পাড়ুকোন অবশেষে শুটিংয়ে ফিরছেন। মাতৃত্বকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি কিছুদিন অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। এ কারণে সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি।
তবে এবার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছেন তিনি নতুন ছবিতে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, অ্যাটলি পরিচালিত ‘এএ২২এক্সএ৬’ নামের ছবিতে দেখা যাবে দীপিকাকে। এ ছবিতে তার বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। নভেম্বর মাস থেকে শুরু হয়ে প্রায় ১০০ দিন ধরে চলবে ছবির শুটিং।
আরো পড়ুন : আমির খানের ‘অবৈধ সন্তানের’ মা ও প্রেমিকা দাবি করা কে এই জেসিকা?
শুধু দীপিকা ও আল্লু অর্জুনই নন, ছবিতে আরো অভিনয় করবেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমকপ্রদ মুহূর্ত। ছবিতে দীপিকাকে ঝুঁকিপূর্ণ কিছু অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে বলে জানা গেছে।
মা হওয়ার পর কাজের সময় নিয়ে দীপিকা শর্ত দিয়েছিলেন, তিনি দিনে আট ঘণ্টার বেশি শুটিং করবেন না। তবে এই শর্তকে গুরুত্বসহকারে মেনে নিয়েছেন পরিচালক অ্যাটলি। ফলে কোনো ধরনের জটিলতা ছাড়াই কাজ এগিয়ে যাচ্ছে।