×

ক্যাম্পাস

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা সম্মেলন (আই-আইকেএম ২০২৫)। গত ১৬–১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল “অ্যাক্সেস টু অ্যাকশন: রিথিংকিং ইনফরমেশন প্র্যাকটিসেস ইন অ্যান এআই-ড্রিভেন সোসাইটি”।

সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত নয়টি সমান্তরাল কারিগরি অধিবেশন, আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপনা ও প্যানেল আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যের গুণগত মান, মিডিয়া ও তথ্য সাক্ষরতা, এআই-এর নৈতিক ব্যবহার, রেকর্ডস ম্যানেজমেন্ট এবং ডিজিটাল সাক্ষরতা–সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিন মোট ৭৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। গবেষক ও পেশাজীবীরা তথ্যপ্রবাহে বিভ্রান্তি প্রতিরোধ, এআই-উৎপাদিত কনটেন্ট যাচাই, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং তথ্য আধিক্যের মানসিক প্রভাব বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বিকেলের সেশনগুলোতে আলোচিত হয় জ্ঞান অনুসন্ধানে এআই-এর প্রভাব, ভুয়া তথ্য প্রতিরোধে মিডিয়া ও তথ্য সাক্ষরতার ভূমিকা, শিক্ষা-শেখার প্রক্রিয়ায় এআই-এর সংযোজন এবং এআই গবেষণার বিবর্তন সম্পর্কিত বিবলিওমেট্রিক বিশ্লেষণ।

সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের এস. এম. নওশের আলী লেকচার গ্যালারিতে। এতে সম্মেলনের সারসংক্ষেপ উপস্থাপন করেন সম্মেলন সমন্বয়ক ও ইনফরমেশন স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার মো. হাসিনুল ইলাহী। বিশেষ অতিথি ছিলেন ড. ফারজানা আখতার, ডিন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কাজী আনোয়ার হোসেন, মহাপরিচালক, ব্যান্সডক। তিনি উৎপাদনশীলতায় এআই-এর ভূমিকা এবং সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। প্রোগ্রাম চেয়ার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এআই ব্যবহারের নৈতিক দিকগুলোর ওপর গুরুত্ব আরোপ করেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ও সম্মেলনের চেয়ার প্রফেসর ড. দিলারা বেগম। তিনি আনুষ্ঠানিকভাবে আই-আইকেএম ২০২৭-এর আমন্ত্রণ জানান।

এর আগে ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি অতিথিদের বক্তব্য, কী-নোট উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল উদ্বোধনের মূল আকর্ষণ। ফিনল্যান্ড, মেক্সিকো, ফিলিপাইন, ফ্রান্স, জার্মানি, জাপান, শ্রীলঙ্কা, ভারত, নেপাল ও বাংলাদেশের গবেষক ও তথ্য পেশাজীবীরা এতে অংশগ্রহণ করেন।

এ সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান অংশ নেয়। এসময় বাংলাদেশি সফটওয়্যার কোম্পানি থ্রি লিফ টেকনোলজিস লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম রুমেলের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ।

সম্মেলন স্পন্সর করে ব্যান্সডক, থ্রি লিফ টেকনোলজিস লিমিটেড, সিক্স সিজনস হোটেল এবং এএসআইএসঅ্যান্ডটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি

নরওয়ের অভিজ্ঞতা: জবাবদিহির এক দৃষ্টান্ত

নরওয়ের অভিজ্ঞতা: জবাবদিহির এক দৃষ্টান্ত

জনগণ ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না: আমিনুল হক

জনগণ ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না: আমিনুল হক

জ্বালানি সংকটে নতুন আশা: দেশজুড়ে বাড়ছে সৌর বিদ্যুতের চাহিদা

জ্বালানি সংকটে নতুন আশা: দেশজুড়ে বাড়ছে সৌর বিদ্যুতের চাহিদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App