×

ক্যাম্পাস

চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ এএম

চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত চারটার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ভিপি এবং সাঈদ বিন হাবিব জিএস পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক জয়লাভ করেছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১ ভোট।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। চাকসুর ২৬টি পদের জন্য মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯৩ জন প্রার্থী।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফলাফল প্রকাশের আগে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার রাত একটার পর ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত সাড়ে ৩টার দিকে তিনি মুক্ত হন।

দিনভর ক্যাম্পাসে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। তবে রাতে ফলাফল ঘোষণার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদলের সমর্থনে বিএনপি ও ছাত্রশিবিরের সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেন। যদিও উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

ওবায়দুল কাদেরের ভাইসহ গ্রেপ্তার ৯

ওবায়দুল কাদেরের ভাইসহ গ্রেপ্তার ৯

রাকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ

রাকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App