রাকসু নির্বাচন: কঠোর নিরাপত্তার মধ্যেও ক্যাম্পাসে বহিরাগত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম

ছবি : সংগৃহীত
কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারির মধ্যেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রতিটি প্যানেল থেকে পাঁচজন করে বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এ সুযোগে ক্যাম্পাসে দেখা গেছে, বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতাদের, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানকে বসে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর আগে বুধবার বিকেলেও টুকিটাকি চত্বরে তাকে দেখা গিয়েছিল বলে জানা গেছে।
আরো পড়ুন : রাকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ
রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমি নিজ চোখে দেখেছি বিষয়টি। প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা কীভাবে ভোট চলাকালে ক্যাম্পাসে ঢুকতে পারলেন? এরা প্রশাসনকে ম্যানেজ করে প্রবেশ করেছেন। এটি সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্বেগজনক।
অন্যদিকে, নির্বাচন কমিশন বলেছে, নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সংগঠন আবেদন করেছিল। সেই আবেদন বিবেচনা করে প্রতিটি প্যানেলকে পাঁচজন বহিরাগত প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, তারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেননি। শুধুমাত্র ক্যাম্পাসে ঘুরে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন। ছাত্রদল, শিবিরসহ যারা আবেদন করেছে, সবাইকেই সমান সুযোগ দেওয়া হয়েছে। এখানে কোনো বৈষম্য করা হয়নি।