×

রাজধানী

ঢাকা ওয়াসার সুপেয় পানি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

ঢাকা ওয়াসার সুপেয় পানি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঢাকা ওয়াসার সুপেয় পানি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (১৩ অক্টোবর) ‘‘জাতীয় স্বাধীনতা পার্টির” উদ্যোগে ঢাকা ওয়াসার সুপেয় পানি নিশ্চিত করণ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু।

ড. এ আর খানের পরিচালনায় বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য  রাখেন মোঃ সিদ্দিকুর রহমান— চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি, মোঃ মাও: ওবায়দুল হক, চেয়ারম্যান, নেজামে ইসলাম পার্টি, জাষ্টিজ পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ সৎ সংগ্রামী পার্টির চেয়ারম্যান মোবারক হোসেন বিজ্ঞানী, নারী নেত্রী এলিজা রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির ঢাকা উত্তরের সভাপতি জোয়ার্দার মঈনুল ইসলাম মিলন প্রমুখ। 

সভাপতির ভাষণে মিজানুর রহমান মিজু বলেন ঢাকা ওয়াসার সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত ঢাকা ওয়াসা গড়ে তুলতে হবে। কোন রকম অনিয়ম করা চলবে না। ঢাকা ওয়াসার সচিবের বিরুদ্ধে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। একইভাবে আওয়ামী লীগের সময় দুর্নীতিগ্রস্ত প্রধান প্রকৌশলী সালাম বেপারীর বিরুদ্ধে দুর্নীতির খবর ইতিমধ্যে জাতীয় গণমাধ্যমে ও প্রকাশিত হয়েছে। এখন শোনা যাচ্ছে তিনি কোটি কোটি টাকার ঘুষের বিনিময়ে ব্যবস্থাপনা পরিচালকের পদে বসতে চান। এটাও বাজারে শোনা যায় যে তিনি ইতিমধ্যে দুই কোটি টাকা সচিব এর মাধ্যমে ঘোষ লেনদেন করেছেন। বক্তারা বলেন, যারা দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীদের তদন্ত সাপেক্ষে আইনের  আওতায় আনতে হবে।

আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম ঢাকা ওয়াসার দুর্নীতি বিলুপ্ত হবে এবং জনগণ তার কাঙ্ক্ষিত বিশুদ্ধ পানি পর্যাপ্ত ভাবে ব্যবহার করতে পারবে। 

কিন্তু দুঃখের বিষয় সালাম ব্যাপারীর মত দুর্নীতিবাজ কর্মকর্তাকে বরখাস্ত না করে উল্টো তাকে ব্যবস্থাপনা পরিচালক পদে বসানোর পায়তারা চলছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে এ সকল দুর্নীতিবাজ কর্মকর্তা ও সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে যা করলেন ডিসি মাসুদ

৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে যা করলেন ডিসি মাসুদ

অধ্যাদেশের দাবিতে শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি দিলেন ৭ কলেজের শিক্ষাথীরা

অধ্যাদেশের দাবিতে শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি দিলেন ৭ কলেজের শিক্ষাথীরা

এমা অ্যাওয়ার্ডে প্রথমবার পুরস্কার জিতল বাংলাদেশের চলচ্চিত্র ‘নিশি’

এমা অ্যাওয়ার্ডে প্রথমবার পুরস্কার জিতল বাংলাদেশের চলচ্চিত্র ‘নিশি’

শিক্ষকদের ওপর বল প্রয়োগের কারণ ব্যাখ্যা করলেন ডিসি মাসুদ

শিক্ষকদের ওপর বল প্রয়োগের কারণ ব্যাখ্যা করলেন ডিসি মাসুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App