×

রাজধানী

দুই ঘণ্টা পর ফার্মগেটের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

দুই ঘণ্টা পর ফার্মগেটের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

দুই ঘণ্টা অবরোধের পর অবশেষে রাজধানীর ফার্মগেটের সড়ক থেকে সরে গেছেন তেজগাঁও কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তারা সড়ক ছাড়েন। এরপর সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮) মারা যাওয়ার প্রতিবাদে সকাল ১০টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের অবস্থানে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ শিক্ষার্থী সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। ‘তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে ব্যানারে লেখা ছিল— ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন; সাকিব হত্যার বিচার দাবি।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল রহমান জানান, সাকিবুল হত্যাকাণ্ডে ইতোমধ্যে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করা হবে, এমন আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

যেভাবে সন্ধান মিললো গৃহকর্মীর

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা যেভাবে সন্ধান মিললো গৃহকর্মীর

৪২ ফুট খুঁড়েও সন্ধান মেলেনি শিশুটির

৪২ ফুট খুঁড়েও সন্ধান মেলেনি শিশুটির

রিমান্ডে শওকত মাহমুদ

রিমান্ডে শওকত মাহমুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App