×

ক্যারিয়ার

আইইউবিতে জেসিআই মানিকগঞ্জের ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

আইইউবিতে জেসিআই মানিকগঞ্জের ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত

আইইউবিতে জেসিআই মানিকগঞ্জের ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে এবং কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ শীর্ষক এক ব্যতিক্রমী কর্মশালার আয়োজন করেছে জেসিআই মানিকগঞ্জ। মঙ্গলবার (১১ নভেম্বর) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ডিএমকে লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আইইউবি-এর ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস (সিজিপি এন্ড এআর) বিভাগের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা এবং দুটি স্বতন্ত্র সেশন অনুষ্ঠিত হয়।

প্রথম প্যানেল আলোচনাটির বিষয় ছিল ‘স্ট্র্যাটেজিক থিংকিং ফর ক্যারিয়ার গ্রোথ: ইনসাইট ফ্রম ব্র্যান্ড লিডারস’। ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের কো-ফাউন্ডার, আলতামিস নাবিলের সঞ্চালনায় এই প্যানেলে মূল্যবান আলোচনা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিএমও জোহেব আহমেদ, ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ইলিয়াস মির্জা মুহাম্মদ এবং সুইশ গ্লোবালের ক্রিয়েটিভ ডিরেক্টর সুমন হক।

দ্বিতীয় প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন এডরোল এডুকেশনের প্রতিষ্ঠাতা ও সিইও তুষার মালেক। এই সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা, অনলাইন এডিটরস অ্যালাইন্সের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেল এবং জেসিআই মানিকগঞ্জের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট ও নিজল ক্রিয়েটিভের চিফ ফটোগ্রাফার আবু সুফিয়ান নিলাভ।

স্বতন্ত্র সেশনে ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট: ট্রান্সফর্মিং আইডিয়াস ইন্টু এন্ট্রোপ্রেনিওরাল সাকসেস’ বিষয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেন ই-কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল।

আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেসিআই মানিকগঞ্জের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (সিজিপিএস এন্ড এআর)-এর ডেপুটি ডিরেক্টর শারমিন ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন জেসিআই মানিকগঞ্জের ২০২৫ লোকাল ট্রেজারার আর. কে. জ্যান এবং আইইউবি-এর শিক্ষার্থী জাওয়াদ উল ইসলাম সাদমান।

জেসিআই মানিকগঞ্জের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট, আবু সুফিয়ান নিলাভ, এই প্রসঙ্গে বলেন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের মূল লক্ষ্য হলো টেকসই উন্নয়নে অংশ নিয়ে আগামী প্রজন্মকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তারই অংশ হিসেবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চাকরির বাজারের জন্য তৈরি করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (সিজিপি এন্ড এআর)-এর ডেপুটি ডিরেক্টর শারমিন ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে এ ধরনের আয়োজন নিয়মিত করে থাকি। জেসিআই মানিকগঞ্জের সঙ্গে আগামীতেও আমরা কাজ করতে আগ্রহী।

কর্মশালায় জেসিআই মানিকগঞ্জের ২০২৫ লোকাল ভাইস প্রেসিডেন্ট সাবরিনা পারভীন খান বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার কাউন্সিলর ফারজানা হাফিজসহ অনুষ্ঠানে আগত সকল অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে জেসিআই বাংলাদেশের অ্যাডভাইজার টু ন্যাশনাল প্রেসিডেন্ট সেজান আজিম ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেসিআই মানিকগঞ্জের লোকাল ডিরেক্টর ইশতিয়াক আল হাসান দ্বীপ, ইভেন্ট ডিরেক্টর আজমাইন হাবিব, কনভেনার ফারিজমা আহমেদ, কো কনভেনার আফসারা হাবিব জারা এবং আমির খসরু সাদাব।

এই কর্মশালার নলেজ পার্টনার হিসেবে ছিল ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক এবং এডরোল এডুকেশন। এছাড়া, উইটেকপ্রো ছিল ক্রিয়েটিভ পার্টনার, নিজল ক্রিয়েটিভ ছিল ফটোগ্রাফি পার্টনার এবং টাইমস পিআর ছিল পিআর পার্টনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে

ড. ইউনূস নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে

সার্জনদের দক্ষতা বাড়াতে অরবিসের ভিআর সিমুলেশন সিস্টেম চালু

ইস্পাহানি হাসপাতাল সার্জনদের দক্ষতা বাড়াতে অরবিসের ভিআর সিমুলেশন সিস্টেম চালু

আইইউবিতে জেসিআই মানিকগঞ্জের ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত

আইইউবিতে জেসিআই মানিকগঞ্জের ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App