ঢাকা থেকে গ্রেপ্তার দাউদকান্দির সাবেক চেয়ারম্যান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম

সাবেক চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী। ছবি : ভোরের কাগজ
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে দাউদকান্দি থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা মোহাম্মদ আলী সম্প্রতি সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়েছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। আওয়ামী লীগ সরকারের সময় তিনি টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ওসি মোহাম্মদ জুনায়েত চৌধুরী আরো জানান, মোহাম্মদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং রিফাত ও বাবু হত্যা মামলার প্রধান আসামি। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, রেড অ্যালার্ট জারি