×

সারাদেশ

সোনারগাঁওয়ে এক সন্তানের জনক-জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম

সোনারগাঁওয়ে এক সন্তানের জনক-জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে ঘরের আড়ার সঙ্গে পৃথক ভাবে ওড়না পেচিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। শনিবার ভোর রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। 

খবর পেয়ে সকালে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতদের ঝুলন্ত লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহতরা হলেন-স্বামী সাব্বির হোসেন (২৩) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার (১৯)। দম্পতির সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নিহত সাব্বির হোসেন পেশায় ব্যাটারী চালিত অটোরিকশা চালক ছিলেন। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বে জের ধরে গতকাল ভোর রাতে পৃথকভাবে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে তারা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের নূর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী বন্দর উপজেলার গোকুল দাসেরবাগ আনন্দ নগর এলাকার নবীর হোসেনের কন্যা সিনথিয়ার ২০২১ সালে প্রেমের সম্পর্কে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকে সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের দীর্ঘ দিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।

নিহত সাব্বিরের বড় বোন নুপুর আক্তার বলেন, গত শুক্রবার রাতে তার বাসায় গিয়েছিলেন। খাবার খেয়ে চলে আসেন। পরে আত্মহত্যার খবর শুনে তাদের বাসায় এসেছি। তিনি আরও বলেন, গত ২০ দিন আগে গ্রামের পঞ্চায়েত বসে তাদের দুজনের দ্ব›দ্ধ নিরসন করেন। এরপর তাদের মধ্যে কোন সমস্যা ছিল না।  

নিহত সিনথিয়া আক্তারের মা শাহের বানু জানান, ভোরে তাদের মৃত্যু খবর পেয়ে এখানে এসে ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে এর কারণ উদঘাটন করা সম্ভব হবে। 

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মে. রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App