শেষ হলো বিসিবি নির্বাচন, অপেক্ষা ফলাফলের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটের আনুষ্ঠানিকতা।
ভোটগ্রহণকে ঘিরে সকাল থেকেই হোটেল এলাকায় ছিল প্রার্থীদের ব্যস্ততা। কেউ পোস্টার টাঙিয়ে নিজের প্রচারণা চালিয়েছেন, আবার হোটেল প্রাঙ্গণে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও আলাদা একটি মিডিয়া লাউঞ্জে বসে লাইভ ভোটগ্রহণ দেখার ব্যবস্থা ছিল।
এবারের নির্বাচনে মোট ভোটার থাকার কথা ছিল ১৯২ জন, তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না দেয়ায় ভোটার সংখ্যা দাঁড়ায় ১৯১। আদালতের নির্দেশে শেষ মুহূর্তে ভোটাধিকার ফিরে পায় ১৫টি ক্লাব। ফলে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কারচুপির অভিযোগ পাওয়া যায়নি।
সোমবার সকালে ১০টা থেকে ১২টার মধ্যে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, তবে দুপুরে তা কিছুটা কমে যায়। শেষ দুই ঘণ্টায় আবারও ভোটকেন্দ্রে ভিড় বাড়ে।
ভোটদানের শুরুতেই পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন ভোট দেন। এরপর একে একে ভোট দিতে আসেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, হান্নান সরকার, সানোয়ার হোসেন ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ভোট দেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও, যিনি সভাপতি পদে লড়াইয়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
ভোট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, আগে কখনও নির্বাচন করিনি। অংশগ্রহণও করিনি। এবার ভিন্ন ধরনের অভিজ্ঞতা হচ্ছে। চারপাশে ক্লাব প্রতিনিধি, জেলা প্রতিনিধি সব মিলিয়ে আলাদা রকম উত্তেজনা।
এছাড়া ভোট দেন সাবেক অধিনায়ক জাভেদ ওমর বেলিম, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক পদে ইতোমধ্যে নির্বাচিত আব্দুর রাজ্জাক রাজ।
যদিও নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে ছিল বিএনপিপন্থি প্যানেলের সরে দাঁড়ানো। শেষ মুহূর্তে তামিম ইকবালসহ ২১ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই একপেশে হয়ে পড়ে। বিশেষ করে ক্লাব কোটা বা ক্যাটাগরি–২–এ প্রতিদ্বন্দ্বিতা হয়ে দাঁড়ায় অনেকটাই আনুষ্ঠানিকতায়।
তবে জেলা ও বিভাগীয় কোটার নির্বাচনে উত্তাপ কম থাকলেও ক্যাটাগরি–৩–এ মুখোমুখি হন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও দেবব্রত পাল। দেবব্রত অভিযোগ করে বলেন, অনেকেই প্রার্থীতা প্রত্যাহার করেছেন, কিন্তু আমি প্রতিবন্ধকতা সত্ত্বেও লড়াইয়ে আছি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে সভাপতি ও সহ-সভাপতির ফলাফল।