×

ক্রিকেট

এখন আর কোনো দল আমাদের হালকাভাবে নেবে না: ফাহিমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম

এখন আর কোনো দল আমাদের হালকাভাবে নেবে না: ফাহিমা

ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেও ইংল্যান্ডের বিপক্ষে জয় হাতছাড়া করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ১৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে টাইগ্রেসরা ১০৩ রানে ইংল্যান্ডের ৬ উইকেট শিকার করে জয়ের আশা তৈরি করলেও সপ্তম উইকেটে হেদার নাইট ও চার্লি ডিনের ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেই আশা ধূলিসাৎ হয়। নাইট ৮টি চার ও একটি ছক্কায় ১১১ বল খেলে অপরাজিত ৭৯ রান করেন।

বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা আক্তার ম্যাচ শেষে বলেন, আমরা নাইটের উইকেট শিকারের জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। যদি গুরুত্বপূর্ণ সময়ে তাকে আউট করতে পারতাম, ম্যাচের চিত্র অন্যরকম হতো। আমাদের লক্ষ্য ছিল শুধু ভালো ক্রিকেট নয়, আমরা ম্যাচ জয়ের জন্য খেলব।

আরো পড়ুন : সিরিয়াকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের মেয়েদের

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন পেসার মারুফা আক্তার। ৩১ রানে ২ উইকেট নিয়ে তিনি ম্যাচ সেরা হন। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট নেন মারুফা। কিন্তু ফিল্ডিংয়ের সময় পেশীর টান অনুভব করে মাঠের বাইরে চলে যান এবং পরবর্তীতে বোলিং করতে পারেননি।

ফাহিমা জানান, ক্র্যাম্প সমস্যায় পড়েছেন মারুফা। সে এখন ভালো আছে। তার বোলিং করতে না পারাই আমাদের হারের অন্যতম কারণ। যদি সে আরো দুই-তিন ওভার বোলিং করতো, আমাদের জন্য ভালো হতো। আমরা তাকে মিস করেছি।

বাংলাদেশ নারী দল শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ফাহিমা বলেন, বিশ্বকাপে পরের ম্যাচগুলোতে কোনো দলই বাংলাদেশকে হালকাভাবে নেবে না। তিনি বলেন, দারুণ জয় দিয়ে আমরা যাত্রা শুরু করেছি, তাই আত্মবিশ্বাসী ছিলাম। যদি এই ধারাকে অব্যাহত রাখতে পারি, কোনো দল আমাদের সহজভাবে নিতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

সাবেক মেয়র তাপসের ৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক মেয়র তাপসের ৩ ব্যাংক হিসাব ফ্রিজ

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে উচ্ছ্বাসের জোয়ার

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে উচ্ছ্বাসের জোয়ার

৮ দাবিতে বান্দরবানে হরতালের ডাক

৮ দাবিতে বান্দরবানে হরতালের ডাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App