×

ক্রিকেট

আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম

আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।

শনিবার (১১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে মুখোমুখি হবে দুই দল। সিরিজ টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে।

প্রথম ওয়ানডেতে ২২১ রানে অলআউট হয়ে ব্যর্থতা কাটাতে চায় টাইগাররা। ব্যাটিং বিপর্যয়ে ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় ও অধিনায়ক মিরাজের ১০১ রানের জুটি কিছুটা আশা জাগিয়েছিল, কিন্তু দুজনের বিদায়ের পর ভেঙে পড়ে দল। শেষ ৬ উইকেট পড়ে যায় মাত্র ৪৬ রানে।

আরো পড়ুন : বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

প্রথম ম্যাচ শেষে মিরাজ বলেন, আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।

দ্বিতীয় ওয়ানডেতে তাই ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তিন নম্বরে আগের মতোই নামবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয়, অধিনায়ক মিরাজ ও জাকের আলী অনিক, আর উইকেটরক্ষক হিসেবে খেলবেন নুরুল হাসান সোহান।

বোলিং আক্রমণে কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রথম ম্যাচে বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন একাদশে। পেস আক্রমণে তার সঙ্গে থাকবেন তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে দেখা যেতে পারে তানভীর ইসলাম ও রিশাদ হোসেনকে।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App