×

ক্রিকেট

আরো নতুন তিন লিগে যোগ দিলেন সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম

আরো নতুন তিন লিগে যোগ দিলেন সাকিব

তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যস্ততার তালিকা যেন শেষই হচ্ছে না। সম্প্রতি কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করেই তিনি নাম লিখিয়েছেন আরো তিনটি নতুন লিগে। সেগুলো হলো- আবুধাবি টি-টেন, যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ ও ভারতের ইন্ডিয়ান হ্যাভেন লিগ।

আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলবেন নতুন দল রয়্যাল চ্যাম্পসের হয়ে। ইনস্টাগ্রামে এক পোস্টে দলটি লিখেছে, গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারের সদস্য। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগে।

রয়্যাল চ্যাম্পস দলে আরো আছেন ইংল্যান্ডের জেসন রয় ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকা ক্রিকেটার। দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।

২০১৭ সাল থেকে শুরু হওয়া এই জনপ্রিয় টি–টেন টুর্নামেন্টের এবারের আসর মাঠে গড়াবে ১৮ নভেম্বর থেকে।

এদিকে, সাকিব খেলবেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগে হিউস্টন রাইডার্সের হয়ে। এই লিগে অংশ নিচ্ছেন থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির এবং মার্টিন গাপটিলের মতো আন্তর্জাতিক তারকারা।

আরো পড়ুন : সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ের পরও মন্ট্রিয়েলের শিরোপা স্বপ্নভঙ্গ

তাছাড়া, সাকিব নিশ্চিত করেছেন তিনি খেলবেন ভারতের ইন্ডিয়ান হ্যাভেন লিগেও, যদিও এখনও জানা যায়নি তিনি কোন দলের হয়ে মাঠে নামবেন। এই টুর্নামেন্ট শুরু হবে ২৫ অক্টোবর কাশ্মীরের শ্রীনগরের বকশি স্টেডিয়ামে, আর শেষ হবে ৮ নভেম্বর।

এবারই প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান হ্যাভেন লিগ। আয়োজকেরা জানিয়েছেন, এই টুর্নামেন্ট শুধু ক্রিকেট আয়োজন নয়, বরং কাশ্মীরের সৌন্দর্য, সংস্কৃতি ও আতিথেয়তা বিশ্বমঞ্চে তুলে ধরারও একটি প্রচেষ্টা।

এর আগে কানাডা সুপার সিক্সটিতে সাকিবের সময়টা খুব একটা ভালো কাটেনি। দল ফাইনালে উঠলেও তিনি ব্যাটে বলে ছন্দ খুঁজে পাননি। ৭ ম্যাচে রান করেছেন মাত্র ৪৫, উইকেট নিয়েছেন ৩টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

পরিবারের ভরণপোষণ নিয়ে বিতর্ক, যা বললেন রিপন মিয়া

পরিবারের ভরণপোষণ নিয়ে বিতর্ক, যা বললেন রিপন মিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App