যে কারণে মুশফিককে ‘কিংবদন্তি’ বললেন ফিল সিমন্স
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
২০০৫ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দুই দশক পেরিয়ে আজ তিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার। এবার তিনি দাঁড়িয়ে আছেন নতুন এক মাইলফলকের সামনে। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর টেস্টে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন এই সাবেক অধিনায়ক।
এই অর্জনকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সমর্থক, সতীর্থ ও পুরো দলের মধ্যে। উচ্ছ্বসিত বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও। মুশফিকের ‘কিংবদন্তি’ হয়ে ওঠার পেছনে তার অনন্য পেশাদারিত্বকেই বড় কারণ হিসেবে দেখছেন তিনি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘মুশফিক অবশ্যই একজন কিংবদন্তি। টেস্ট ক্রিকেটে এত ডাবল সেঞ্চুরি খুব কম খেলোয়াড়ই করেছেন। প্রায় ২০ বছর ধরে সে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে। তার দীর্ঘস্থায়িত্ব ও পারফরম্যান্সই তাকে কিংবদন্তির মর্যাদা দিয়েছে।’
তিনি বলেন, ‘তার সাফল্যের রহস্য হলো পেশাদারিত্ব। কীভাবে নিজেকে পরিচালনা করতে হয়, কীভাবে নিজের খেলা উন্নতিতে কাজ করতে হয়, এসব বিষয়ে সে উদাহরণ। আন্তর্জাতিক পর্যায়ে তার সাফল্য এ কারণেই সম্ভব হয়েছে। যারা ১০০ বা ১৫০ টেস্ট খেলেছে, তাদের সবার মধ্যেই উন্নতির চেষ্টা ছিল, তার মধ্যেও তা স্পষ্ট।’
মুশফিকের এই মাইলফলক তরুণ ক্রিকেটারদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সিমন্স। তিনি বলেন, ‘মুশফিকের প্রতি সবার গভীর সম্মান আছে। খেলোয়াড়রা তার কথা শোনে, আর সেও খোলামেলাভাবে নিজের অভিজ্ঞতা শেয়ার করে। এটাই গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘আপনি দেখবেন খেলোয়াড়রা নিয়মিত তার কাছে ব্যাটিং নিয়ে পরামর্শ চাইছে। তার দেওয়ার মতো অনেক কিছু আছে এবং সবাই তার কাছ থেকে শেখার সুযোগ পেয়ে খুশি।’
