×

ক্রিকেট

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী ডানহাতি পেসার গেদে প্রিয়ানন্দ। মাত্র এক ওভারে পাঁচটি উইকেট তুলে নিয়ে এই অভূতপূর্ব রেকর্ডের প্রথম ক্রিকেটার হলেন তিনি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে এই ঐতিহাসিক ঘটনা ঘটে।

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কম্বোডিয়া দল ১৫তম ওভারে ভয়াবহ বিপর্যয়ে পড়ে। সে সময় তাদের স্কোর ছিল ৫ উইকেটে ১০৬ রান। নিজের প্রথম ওভারেই প্রিয়ানন্দ প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। চতুর্থ বলটি ছিল ডট, এরপর শেষ দুই বলে আরো দুটি উইকেট তুলে নেন তিনি। ওই ওভারে শেষ দুই উইকেটের মাঝখানে একটি ওয়াইড থেকে মাত্র এক রান যোগ করতে পারে কম্বোডিয়া। শেষ পর্যন্ত ৬০ রানে ম্যাচটি হেরে যায় তারা।

ব্যাট হাতেও এদিন মাঠে নামেন প্রিয়ানন্দ। ওপেনিংয়ে নেমে তিনি ১১ বলে ৬ রান করেন। অন্য ওপেনার ধর্ম কেসুমা দুর্দান্ত ব্যাটিং করে ৬৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ১১০ রান করেন, যা ইন্দোনেশিয়ার বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কীর্তি এই প্রথম হলেও পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগেও দুইবার এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে। ২০১৩–১৪ মৌসুমে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর বিপক্ষে এই কীর্তি গড়েন বাংলাদেশের আল আমিন হোসেন। পরে ২০১৯–২০ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের অভিমন্যু মিথুন হরিয়ানার বিপক্ষে এক ওভারে পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরান।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ চার উইকেট পড়ার ঘটনা ঘটেছে ১৪ বার। তবে পাঁচ উইকেট পড়ার এই নজির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো স্থাপিত হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

 ‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়… পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়’

পাকিস্তানি নেতার হুঁশিয়ারি ‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়… পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়’

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে : ফখরুল

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে : ফখরুল

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App