×

গণমাধ্যম

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ

তৃতীয় আসরের শিরোপা জিতলো বিআরপিএস রাইজিং স্টার

Icon

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

তৃতীয় আসরের শিরোপা জিতলো বিআরপিএস রাইজিং স্টার

ছবি : ভোরের কাগজ

চার দিনের উত্তেজনাপূর্ণ ক্রিকেটের পর শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৫ (সিজন–৩)। ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ)–এর আয়োজনে সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বিজয়ী হয়েছে বিআরপিএস রাইজিং স্টার।

ফাইনালে ডিজিটাল ডাইনামাসকে হারিয়ে শিরোপা জিতেছে বিআরপিএস রাইজিং স্টার। এই চার দিনব্যাপী টুর্নামেন্টটি আয়োজন করা হয় মাল্টিমিডিয়া সাংবাদিকদের মানসিক সতেজতা, সৌহার্দ্য ও দলগত বন্ধন গড়ে তোলার জন্য। দুই বছর আগে যাত্রা শুরু করা এই ক্রিকেট লিগে এবার অংশগ্রহণ করেছে ৮টি দল। দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড টেবিল পর্ব খেলেছে, এরপর সেমিফাইনাল ও ফাইনাল নির্ধারিত হয়েছে।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেস চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলামসহ অন্যান্য অতিথি ও স্পন্সর প্রতিনিধিরা।

এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো: মেঘনা ভিক্টোরিয়ান, পদ্মা ফাইটার্স, এএস ওরিয়রস, কনটেন্ট কিংস, ডিজিটাল ডাইনামাস, ভিক্টরি ফাইটার্স, রয়েল ভিক্টোরিয়ানস এবং বিআরপিএস রাইজিং স্টার।

টুর্নামেন্টকে আরো প্রাণবন্ত করতে ‘চলো মাঠে নামি’ শিরোনামের একটি থিম সং প্রকাশ করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন শামীম হাসান ও রুমানা ইসলাম, কথাসাহিত্য লিখেছেন সাংবাদিক লিমন আহমেদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম হাসান। ভিডিও সম্পাদনা করেছেন এ আর জনি ও তানভির ইফাজ, গ্রাফিক্স ডিজাইন করেছেন সোহেল আহমেদ এবং ভিডিও পরিচালনা করেছেন মাসুম জয়।

মাল্টিমিডিয়া সাংবাদিকদের মিলনমেলা ও পেশাগত ক্লান্তির মাঝে নতুন উদ্দীপনার উৎস হিসেবে এই টুর্নামেন্ট স্মরণীয় হয়ে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস

দীপু হত্যার মতো আরো অনেক ঘটনার শঙ্কা সিইসির

দীপু হত্যার মতো আরো অনেক ঘটনার শঙ্কা সিইসির

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

তৃতীয় আসরের শিরোপা জিতলো বিআরপিএস রাইজিং স্টার

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ তৃতীয় আসরের শিরোপা জিতলো বিআরপিএস রাইজিং স্টার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App