সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের জমি জব্দ-ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন। ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের উত্তরায় ৫ কাঠা জমি জব্দের আদেশ আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদকের) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদক জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য জানান।
আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে আটটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়। হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এছাড়া তাদের নামে উত্তরায় ৫ কাঠা জমির তথ্য পাওয়া গেছে।