মেসিকে রেখেই আর্জেন্টিনার দল ঘোষণা, একাধিক চমক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসির নেতৃত্বে ৩১ সদস্যের পুনর্গঠিত স্কোয়াড ঘোষনা করেছে আর্জেন্টিনা। অধিনায়ক মেসির পাশাপাশি বেশ কিছু প্রতিভাবান তরুণ মুখকে দেখা যাবে এবারের দলে।
যার মধ্যে রয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার ক্লডিও এচেভেরি, পোর্তো মিডফিল্ডার এ্যালান ভারেলা এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে সদ্য চুক্তিভুক্ত ফ্র্যাংকো মাস্তানতুয়োনো। এছাড়া কোচ লিওনের স্কালোনির দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ।
আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে আতিথ্য দিবে আর্জেন্টাইনরা। পাঁচ দিন পর ইকুয়েডরের বিপক্ষে খেলতে গায়াকুইল সফরে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেয়ে গেছে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর ও ব্রাজিলের তুলনায় বাছাইপর্বের টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা ১০ পয়েন্ট এগিয়ে রয়েছে।
আর্জেন্টাইন স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জারোনিমো রুল্লি।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনজালো মনটিয়েল, লিওনার্দো বেলারডি, হুয়ান ফয়েথ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস এ্যাকুনা, জুলিও সোলার ও ফাকুন্ডো মেডিনা।
মিডফিল্ডার: এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, এক্সেকুয়েল পালাকিওস, এ্যালান ভারেলা, লিনড্রো পারেডেস, থিয়াগো আলমাডা, নিকোলাস পাজ, রডরিগো ডি পল, গিওভানি লো সেলসো ও ভ্যালেন্ডিন কারবোনি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, ক্লডিও এচেভেরি, ফ্র্যাংকো মাস্তানতুয়োনো, গিওলিয়ানো সিমিওনে, এ্যাঞ্জেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ।