ডিসেম্বরে ‘সোলজার’ নিয়ে আসতে চান শাকিব খান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৯:৪৬ এএম

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ছবি : সংগৃহীত
‘তাণ্ডব’-এর পর নতুন ছবিতে যুক্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে। এরই মধ্যে শোনা যাচ্ছিল, নতুন নির্মাতা সাকিব ফাহাদের একটি সিনেমায় অভিনয় করবেন শাকিব। ছবিটি ঈদের আগেই মুক্তি পেতে পারে।
অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। শাকিব নিজেই জানালেন, আগামী ডিসেম্বরে ‘সোলজার’ নামের সিনেমা নিয়ে আসতে চান তিনি।
বর্তমানে এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন শাকিব। সঙ্গে আছেন শবনম বুবলী ও তাঁদের ছেলে শেহজাদ খান বীর। যুক্তরাষ্ট্র থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন, ডিসেম্বরে ‘সোলজার’ মুক্তির লক্ষ্যে কাজ চলছে। তিনি দেশের বাইরে থাকলেও সিনেমার প্রস্তুতি জোরেশোরে এগোচ্ছে।
আরো পড়ুন : এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা!
শাকিব খান বলেন, ধুমধাড়াক্কা সিনেমা তো অনেক হয়েছে। এবার গল্পনির্ভর, একটু ভিন্ন ধরনের সিনেমা নিয়ে আসতে চাই। সেভাবেই সব কাজ আগাচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির নাম সোলজার, যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে।
প্রায় এক মাস ধরে শাকিবের এই সিনেমা নিয়ে গুঞ্জন চলছিল। শোনা গিয়েছিল, সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন তিনি। আবার সম্প্রতি খবর ছড়ায়, এ ছবিতে শাকিবের বিপরীতে থাকবেন তানজিন তিশা। তবে এসব বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি। অবশেষে শাকিবের বক্তব্যে নিশ্চিত হলো সিনেমার নাম ও মুক্তির সময়।
জানা গেছে, ‘সোলজার’ ছবিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্টের চরিত্রে দেখা যাবে শাকিবকে। দায়িত্ব পালনের সময় সেই এজেন্টের মানসিক টানাপোড়েন, ব্যক্তিজীবনের দ্বন্দ্ব ও দেশের রাজনৈতিক পরিস্থিতি ফুটে উঠবে কাহিনিতে। আগামী মাসে শুরু হবে শুটিং, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে অন্যান্য অভিনয়শিল্পীদের নাম।
এদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট করার পর সমালোচনার মুখে পড়েন শাকিব। এ বিষয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের যেমন স্মরণ করা উচিত, তেমনি দেশের জন্য অতীতে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, জাতির সেসব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত। আমার পোস্টে কাউকে মনঃক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল না। যাঁরা এটাকে কেন্দ্র করে ভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়।
শাকিব আরো জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, কিংবা কোনো রাজনৈতিক সুবিধা নেননি। অতীতে প্রস্তাব পেলেও সিনেমার কথা ভেবে সচেতনভাবে রাজনীতি থেকে দূরে থেকেছেন তিনি।