×

অর্থনীতি

বিশ্বব্যাংকের প্রতিবেদন

দেশে দারিদ্র্য বেড়েছে, কমেছে কর্মসংস্থান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম

দেশে দারিদ্র্য বেড়েছে, কমেছে কর্মসংস্থান

২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যের হার বেড়েছে। ছবি : সংগৃহীত

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য ও কর্মসংস্থানের পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যের হার বেড়েছে এবং শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬০.৯ শতাংশ থেকে কমে ৫৮.৯ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে নতুনভাবে শ্রমবাজারের বাইরে যাওয়া প্রায় ৩০ লাখ কর্মক্ষম মানুষের মধ্যে ২৪ লাখই নারী।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্বব্যাংকের ঢাকা অফিসে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এসময় বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সুখবর দিলো বিশ্বব্যাংক

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে কর্মসংস্থানের পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও নারী শ্রমশক্তির অংশগ্রহণ কমে যাওয়ায় সামগ্রিক শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ অর্থবছরে জাতীয় দারিদ্র্যের হার বেড়ে ২১ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৪ অর্থবছরে ছিল ২০ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ মাত্র এক বছরে দারিদ্র্যের হার বেড়েছে প্রায় ০.৭ শতাংশ পয়েন্ট।

একই সময়ে মোট কর্মসংস্থান প্রায় ২০ লাখ কমে গেছে, ফলে বর্তমানে মোট কর্মরত মানুষের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ (৬৯.১ মিলিয়ন)। এর ফলে কর্মসংস্থান-জনসংখ্যা অনুপাত ২.১ শতাংশ পয়েন্ট কমে ৫৬.৭ শতাংশে নেমে এসেছে।

বিশ্বব্যাংকে প্রতিবেদন অনুযায়ী, অর্থনীতির গতি পুনরুদ্ধার হলেও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার ও নীতি সহায়তা এখন জরুরি। নারী ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নেওয়া না হলে অর্থনৈতিক অগ্রগতি স্থায়ী হবে না বলেও সতর্ক করেছে সংস্থাটি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App