নির্বাচন ঠেকাতে সর্বোচ্চ বাধার শঙ্কা, সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতেই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যারা এই সরকারকে ভোট পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করবে। এর কিছু লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে, তাই আরো সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৭ দল ও হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
আরো পড়ুন : বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টা
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, যারা এতদিন ভোট দিতে পারেননি, তাদের জন্য আগামী নির্বাচন হবে এক নতুন অভিজ্ঞতা। আবার যারা ভোট দিতে গিয়ে অতীতে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন, তারাও এবারের নির্বাচনে ভালো অভিজ্ঞতা পাবেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচনে যেন অন্য কোনো দেশ হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের সুযোগ না পায়, সেদিকেও সতর্ক থাকতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা শান্তি-শৃঙ্খলার আহ্বান জানিয়ে বলেছেন, পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। গণ্ডগোল সৃষ্টির চেষ্টা থাকতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।