কেরালার সাবেক মুখ্যমন্ত্রী আর নেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১০:২২ পিএম

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। ফাইল ছবি
কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি আর নেই। দীর্ঘ অসুস্থতার পরে মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুতে মৃত্যু হয় প্রবীণ এই কংগ্রেস নেতার। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। বেঙ্গালুরুতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ওমেন চান্ডির মৃত্যুর পর তার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বাবার মৃত্যু হয়েছে’। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। ২০০৪-২০০৬ ও ২০১১-২০১৬ পর্যন্ত দুইবার কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন ওমেন চান্ডি। মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে একজন বিধায়ক হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। খবর ২৪ ঘণ্টার।
তখন থেকে পর পর ১১বার বিধানসভা নির্বাচনে জয় পেয়েছেন। নিজের নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে কেরালা বিধানসভার দীর্ঘতম সদস্য হওয়ার সম্মানও পেয়েছিলেন।