
প্রিন্ট: ০২ মে ২০২৫, ১১:৫৬ পিএম
আরো পড়ুন
রাশিয়ার নাগরিকত্ব পেলেন ইউক্রেনের ট্যাঙ্ক চালক

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১২:২২ পিএম

ছবি: সংগৃহীত
ইউক্রেনে সাবেক এক ট্যাঙ্ক চালক এবার রাশিয়ার নাগরিকত্ব পেলেন। ম্যাক্সিম লিখাচেভ নামের ওই ট্যাঙ্ক চালক ইউক্রেনের একটি টি-৬৪ ট্যাঙ্ক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছিলেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান ডনেটস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর এক আইনপ্রনেতা। খবর তাসের।
আরো পড়ুন: রাশিয়া-চীন সম্পর্ক স্বর্ণযুগে প্রবেশ করেছে : পুতিন
তিনি জানান, ম্যাক্সিম লিখাচেভ একটি রাশিয়ান পাসপোর্ট পেয়েছেন এবং তিনি বর্তমানে একজন রাশিয়ান নাগরিক।
ম্যাক্সিম লিখাচেভ মে মাসের শেষের দিকে নিজের ইচ্ছায় একটি টি-৬৪ ট্যাঙ্ক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে ছিলেন। তিনি লুগানস্ক পিপলস রিপাবলিকের একটি শহর ক্রাসনোডনে জন্মগ্রহণ করেছিলেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
রাশিয়ার নাগরিকত্ব পেলেন ইউক্রেনের ট্যাঙ্ক চালক

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১২:২২ পিএম

ছবি: সংগৃহীত
ইউক্রেনে সাবেক এক ট্যাঙ্ক চালক এবার রাশিয়ার নাগরিকত্ব পেলেন। ম্যাক্সিম লিখাচেভ নামের ওই ট্যাঙ্ক চালক ইউক্রেনের একটি টি-৬৪ ট্যাঙ্ক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছিলেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান ডনেটস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর এক আইনপ্রনেতা। খবর তাসের।
আরো পড়ুন: রাশিয়া-চীন সম্পর্ক স্বর্ণযুগে প্রবেশ করেছে : পুতিন
তিনি জানান, ম্যাক্সিম লিখাচেভ একটি রাশিয়ান পাসপোর্ট পেয়েছেন এবং তিনি বর্তমানে একজন রাশিয়ান নাগরিক।
ম্যাক্সিম লিখাচেভ মে মাসের শেষের দিকে নিজের ইচ্ছায় একটি টি-৬৪ ট্যাঙ্ক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে ছিলেন। তিনি লুগানস্ক পিপলস রিপাবলিকের একটি শহর ক্রাসনোডনে জন্মগ্রহণ করেছিলেন।