এবার ‘প্রিন্স’ রূপে আসছেন শাকিব খান, ঝড় তুললো পোস্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত
আবারও নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড মেগাস্টারর শাকিব খান। আগামী ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-এর পোস্টার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি। মুহূর্তেই তা ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে স্ট্যাটাসে শাকিব লিখেছেন, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে!!!
তিনি লেখেন, এবার আসছে মিথের ধারা। ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’- এমন একটি গল্প যেখানে শহরটি জানতে পারে তার কিংবদন্তিকে।
সবশেষে কিং খান লেখেন, পরিচালনায় আবু হায়াত মাহমুদ। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড।
শাকিবের শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, ছোট-বড় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। তাদের মাঝেই একজন দু’হাতে দুই পিস্তল নিয়ে প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। আবছা আলোয় চারপাশে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার ম্যাপ।
প্রসঙ্গত, শাকিবের আসন্ন সিনেমার নাম ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। সেখানে মুক্তির তারিখ উল্লেখ করা হয়েছে ঈদুল ফিতর ২০২৬। মাত্র ৪ ঘণ্টায় এ পোস্টে রিয়্যাক্ট জানিয়েছেন ১ লাখ ১৮ হাজার ভক্ত-সমর্থক। কমেন্ট করেছেন ১৫ হাজার জন। আর শেয়ার করেছেন ৩ হাজার সিনেপ্রেমী।