×

জাতীয়

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, পরিবারের জিডি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, পরিবারের জিডি

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার। তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। শুক্রবার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জিডির তথ্য নিশ্চিত করেন।

দৈনিক ‘আজকের পত্রিকায়’ সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেন বিভুরঞ্জন সরকার। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লিখতেন। 

তার নিখোঁজের বিষয়ে পরিবার জানায়, ২১ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশে বের হন বিভুরঞ্জন। ভুলে তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান। অফিসে যোগাযোগ করা হলে সেখানে তাকে পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে রমনা থানায় নিখোঁজের জিডি করা হয়।

জিডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অরূপ তালুকদার জানান, দেশের সব থানায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। তাকে খুঁজে পেতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভুরঞ্জন সরকারের খোঁজ পাওয়া যায়নি। জানতে চাইলে ওসি গোলাম ফারুক জানান, সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে খুঁজে পেতে তদন্ত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জনের, জানালেন স্বজনরা

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিলো বিএনপি, এনসিপিসহ ২৩ দল

এবার ‘প্রিন্স’ রূপে আসছেন শাকিব খান, ঝড় তুললো পোস্টার

এবার ‘প্রিন্স’ রূপে আসছেন শাকিব খান, ঝড় তুললো পোস্টার

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

কারা আছে, কারা নেই এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App