×

আন্তর্জাতিক

ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম

ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

ছবি: সংগৃহীত

এ বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর নোবেল পুরস্কার পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। তবে তিনি এ পুরস্কার পাননি।

এর আগে গত বছর জাপানি সংগঠন নিহন হিদানকিওকে নোবেল পুরস্কারে ভূষিত হয়। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয় ৩৩৮ জনকে। যার মধ্যে ২৪৪ জন হলেন ব্যক্তি। আর বাকি ৯৪টি মনোনয়ন দেয়া হয়েছে প্রতিষ্ঠান বা সংগঠনকে।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফ। এরপর তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেলে ভূষিত হয়নি। অপরদিকে ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পেয়েছিলেন জোসেফ রোটব্লাট। এছাড়া এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান নোবেল পেয়েছে।

নোবেল শান্তি পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারগুলোর একটি। শান্তি প্রতিষ্ঠা, সংঘাত নিরসন, মানবাধিকার রক্ষা, গণতন্ত্র বিকাশ বা মানবতার কল্যাণে অসাধারণ অবদান রাখা ব্যক্তি, সংগঠন বা আন্দোলনকে এ পুরস্কার দেওয়া হয়।

আলফ্রেড নোবেলের নামে ১৮৯৫ সালে নোবেল শান্তি পুরস্কার চালু হয়। তিনি উল্লেখ করেছিলেন, শান্তির স্বার্থে কাজ করা ব্যক্তিদের পুরস্কৃত করা হবে। নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার বিজয়ী নির্বাচন করে। অন্যান্য নোবেল পুরস্কার সুইডেনে দেয়া হলেও শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের রাজধানী অসলোতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে আবারও দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

ভারতকে আবারও দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানালো সাইকেলিস্টরা

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানালো সাইকেলিস্টরা

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে : প্রেস উইং

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে : প্রেস উইং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App