বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:১৫ পিএম

ছবি: সংগৃহীত
রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। মূল্যবান এই ধাতুটির মূল্য এদিন ৫ শতাংশেরও বেশি কমে গেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেচাকেনায় স্বর্ণের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে আসে। যা করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন। এর আগে সোমবার (২০ অক্টোবর) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৫২ ডলার ছুঁয়েছিল।
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় মার্কিন ডলার দুর্বল হওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন। তাই সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ।
কিটকো মেটালসের জ্যেষ্ঠ বিশ্লেষক জিম উইকফ এক নোটে বলেছেন, ‘বিনিয়োগকারীরা আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আসন্ন বৈঠকের জন্যও অপেক্ষা করছেন। ফলে তারা এখন নতুন করে বিনিয়োগে আগ্রহী নয়।’
এদিকে শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকে (সিপিআই) দিকেও তাকিয়ে আছেন বিনিয়েগকারীরা। গত সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি ৩.১ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এতে ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে সুদের হার ০.২৫ শতাংশ কমাতে পারে বলে বিনিয়োগকারীরা আশা করছেন। সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।
অন্যদিকে, সোনার সঙ্গে রুপার দামেও ব্যাপক পতন হয়েছে। মঙ্গলবার ৫ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স স্পট সিলভার ৪৯ দশমিক ৬৮ ডলারে বিক্রি হচ্ছে। ট্রেডার ও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীন থেকে লন্ডনের স্পট মার্কেটে রুপার প্রবাহ বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে বড় মূল্যবান ধাতুর বাজারে তারল্য সংকট কিছুটা কমেছে।