×

আইন-বিচার

কদমতলীতে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম

কদমতলীতে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলীতে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার ১৫ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আল আমিন, মো. মিরাজ মোল্লা ও নুর আলম। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আল-আমিন ও মিরাজকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাজা ঘোষণার পর তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি নুর আলম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার রায়ের বিষয়টি নিশ্চিত করে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ৮ মে মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে গলায় ফাঁস দিয়ে ও হাত-পা বেঁধে হত্যা করা হয়। ঘটনায় ভিকটিমের ভাই মনির হোসেন কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, হত্যাকাণ্ডটি স্বামীর আগের স্ত্রীর পরিকল্পনা ও অন্যদের সহযোগিতায় ঘটানো হয়।

আরো পড়ুন : সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষের সময় নির্ধারণ

ঘটনার চার মাস পর, ২০১০ সালের ৩১ আগস্ট গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। পরে ২০২২ সালের ৮ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর আদালত এই রায় ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে পুত্রবধূর সেবা করার কথা, সেই এখন আদালতের বারান্দায় ঘুরাচ্ছে

যে পুত্রবধূর সেবা করার কথা, সেই এখন আদালতের বারান্দায় ঘুরাচ্ছে

ওয়ালটন তাকিওন ই-বাইকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়ালটন তাকিওন ই-বাইকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজের স্মার্টফোনে মিলবে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি

ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজের স্মার্টফোনে মিলবে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি

চলতি বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৩ যৌথ সামরিক মহড়া

চলতি বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৩ যৌথ সামরিক মহড়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App