×

আইন-বিচার

জুলাই গণহত্যা

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে রোববার (১২ অক্টোবর) থেকে । এই কার্যক্রম অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানিয়েছেন, প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। পরে নিজেদের যুক্তি তুলে ধরবেন স্টেট ডিফেন্সের আইনজীবীরা। সবশেষে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ যুক্তি খণ্ডন করবে। এই ধাপ শেষ হলে মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্কের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

গত ৮ অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা শেষ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপরই ট্রাইব্যুনাল যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করে।

মোট ২৮ কার্যদিবসে এই মামলায় ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা আলমগীর তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন, যেখানে তিনি জানান, গত বছরের জুলাই আন্দোলনের সময় ৪১টি জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়।

২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের জবানবন্দিতে তিনি যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করেন, যেখানে আন্দোলনের নৃশংসতা তুলে ধরা হয়। একই সঙ্গে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শিত হয়। তদন্ত কর্মকর্তার জবানবন্দি অনুযায়ী, জুলাই-আগস্টে আন্দোলন দমনে প্রায় তিন লাখ পাঁচ হাজার গুলি ছোড়া হয়েছিল।

২৮ সেপ্টেম্বর তার জবানবন্দির প্রথম দিন ১৭টি ভিডিও প্রমাণ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়, যেখানে আন্দোলনের ভয়াবহতা ফুটে ওঠে। এর আগে ২৪ সেপ্টেম্বর সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা, যাকে পরে জেরা করেন ডিফেন্স আইনজীবী আমির হোসেন।

মামলার অন্যতম আসামি ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজ দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। অন্য সাক্ষীদের জবানবন্দিতেও গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশব্যাপী হত্যাযজ্ঞ ও নৃশংসতার বিবরণ উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা শেখ হাসিনা, কামালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে। মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রের পরিমাণ ৮,৭৪৭ পৃষ্ঠা, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দ তালিকা ও প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠা।

এ মামলায় ৮১ জন সাক্ষী নির্ধারণ করা হয়েছে। গত ১২ মে তদন্ত সংস্থার কর্মকর্তারা মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন চিফ প্রসিকিউটরের কাছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায়

এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায়

গাঁজা খেয়ে তালেবান গুলির ভয়াল স্মৃতি ফিরে এলো মালালার মনে

গাঁজা খেয়ে তালেবান গুলির ভয়াল স্মৃতি ফিরে এলো মালালার মনে

শেখ হাসিনার বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

শেখ হাসিনার বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

চালু হচ্ছে অনলাইন জামিননামা, এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে আদেশ

চালু হচ্ছে অনলাইন জামিননামা, এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App