×

আইন-বিচার

আবু সাঈদ হত্যা

সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ঘোষণা

আবু সাঈদ। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ছিল মঙ্গলবার (৪ নভেম্বর)। তবে সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১০ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান।

এ বিষয়ে কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষী না আসা মানে প্রসিকিউশনের দায়িত্বহীনতা। সাক্ষীদের হাজির করানো প্রসিকিউশনের দায়িত্ব, যা তারা পালন করতে ব্যর্থ হয়েছে।

এর আগেও ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় প্রসিকিউশন, তখনও সময় চেয়ে আবেদন করা হয়। সে সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশনের অদক্ষতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেছিল, যদি কাজই করতে না পারেন, তাহলে দুটি ট্রাইব্যুনাল কেন? আদালত এমনকি আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করার সতর্কতা দেয়।

আরো পড়ুন : ইনু-হানিফসহ ৪ আ. লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

উল্লেখ্য, গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণে পুলিশের দুই উপপরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল জবানবন্দি দেন। তাদের জেরা করেন গ্রেপ্তার ও পলাতক আসামিদের পক্ষে নিয়োজিত আইনজীবীরা।

এই মামলার গ্রেপ্তার ছয় আসামি হলেন, এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

অন্যদিকে, বেরোবির সাবেক ভিসিসহ ২৪ আসামি এখনো পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী আদালতে লড়ছেন।

২০২৪ সালের ২৮ আগস্ট শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এই মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুর-১: স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন

মাদারীপুর-১: স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন

নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা

৩৫ বছরেই যে কারণে হতে পারে হার্ট অ্যাটাক

৩৫ বছরেই যে কারণে হতে পারে হার্ট অ্যাটাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App