আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০২:৪৬ এএম

আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন
আজ রবিবার (১২ অক্টোবর) সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন। তিনি বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার এক পরিচিত মুখ, যিনি সংবাদ উপস্থাপনা, সাম্প্রতিক বিষয় বিশ্লেষণ ও সম্প্রচার সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
রাশেদ কাঞ্চন বাংলাদেশের টেলিভিশনে সংবাদ উপস্থাপক ও বিশ্লেষক হিসেবে কর্মজীবন গড়ে তুলেছেন। তার উপস্থাপনা ও বিশ্লেষণের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয় দর্শকদের সামনে তুলে ধরেছেন।
একজন সংবাদ উপস্থাপক ও আলোচক হিসেবে তিনি বহু আলোচনা অনুষ্ঠান, বিশেষ সাক্ষাৎকার ও সরাসরি সম্প্রচার পরিচালনা করেছেন। এসব অনুষ্ঠানে তিনি জটিল বিষয় সাধারণ দর্শকের কাছে সহজভাবে উপস্থাপন করেছেন।
টেলিভিশনের বাইরেও তিনি সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার পক্ষে অবস্থান নিয়ে কাজ করছেন। তিনি তরুণ সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে উৎসাহ দিয়ে আসছেন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখছেন।
সহকর্মীরা তাকে পেশাদারিত্ব ও নিষ্ঠার উদাহরণ হিসেবে দেখেন। সমাজ ও রাষ্ট্রবিষয়ক আলোচনায় তার অংশগ্রহণ গণমাধ্যমে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।
এই দিনে সহকর্মী, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা রাশেদ কাঞ্চনকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও সাংবাদিকতায় আরও সাফল্য কামনা করেছেন।
রাশেদ কাঞ্চন বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভি-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাশেদ কাঞ্চন কর্পোরেশন নামের জনসংযোগ, ব্র্যান্ডিং ও গণযোগাযোগ প্রতিষ্ঠান গঠনে নেতৃত্ব দিয়েছেন, এবং সেটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও কাজ করছেন।
২০০৩ সালে রাশেদ কাঞ্চন জীবন বাজি রেখে ইরাক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সরাসরি রণাঙ্গন থেকে রিপোর্ট করেছেন; এছাড়া ২০০১ সালে সিয়েরা লিওনের গৃহযুদ্ধ সংবাদ সংগ্রহ করেছিলেন। সম্প্রতি প্রকাশিত তার গ্রন্থ “5C – দুর্নীতি, ষড়যন্ত্র, পুঁজিবাদ, বৈপরীত্য এবং সহযোগিতা” বাংলাদেশের বাজেট ব্যবস্থায় ৫৩ বছরের দীর্ঘ দুর্বলতা, সুবিধাবাদ ও বৈশ্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে। এই বইটি তার ২৫ বছরের গবেষণা ও পর্যবেক্ষণ নির্ভর একটি সাহিত্যকর্ম ও বিশ্লেষণমূলক প্রকাশনা।