×

মধ্যপ্রাচ্য

গ্রেটাসহ ১৬৫ জন ফ্লোটিলা অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম

গ্রেটাসহ ১৬৫ জন ফ্লোটিলা অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল

সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ছবি : সংগৃহীত

সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মোট ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার দেশটির টেলিভিশন সংবাদমাধ্যম আই ২৪ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চ্যানেলটির প্রতিবেদন অনুযায়ী, গ্রিসের নাগরিক এবং গ্রেটাসহ মোট ১৬৫ জনকে একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে।

গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশে খাদ্য ও ওষুধ নিয়ে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের ৪৩টি নৌযান। আন্তর্জাতিক চার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা-এর সমন্বয়ে গঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ছিল এই অভিযানের উদ্যোক্তা।

আরো পড়ুন : ট্রাম্পের শান্তি আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭০

এই অভিযানে ৪৪টি দেশের প্রায় ৫০০ জন নাগরিক অংশ নেন। এর মধ্যে ছিলেন সুইডেনের গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলা। এছাড়া বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্য, আইনজীবী, রাজনৈতিক আন্দোলনকর্মী ও স্বেচ্ছাসেবীরা এই অভিযাত্রীদের মধ্যে ছিলেন।

গত বুধবার রাতে প্রথমে ইসরায়েলের নৌবাহিনী ১৩টি নৌযান আটক করে। তবে বাকি ৩০টি নৌযান গাজার পথে এগোতে থাকলে বৃহস্পতিবার ও শুক্রবার পর্যায়ক্রমে সবকটি নৌযান আটক করে ইসরায়েলি নৌ সেনারা। আটক নৌযানগুলো এবং অভিযাত্রীদের ইসরায়েলের আশদোদ বন্দরে রাখা হয়।

আটকদের মধ্যে গ্রেটা থুনবার্গও আছেন। আই ২৪-এর তথ্যমতে, অভিযাত্রীদের একটি অংশকে গ্রিসে ফেরত পাঠানো হচ্ছে, আর বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আটক অবস্থায় গ্রেটাকে সুইডেনের দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, তাকে ছারপোকার ভরা কারাকক্ষে রাখা হয়েছে এবং পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হচ্ছে না। এছাড়া তাকে জোর করে ইসরায়েলের পতাকা চুম্বন, পতাকা হাতে ছবি তোলা এবং পতাকা জড়িয়ে হাঁটার জন্য বাধ্য করা হয়েছে।

অভিযাত্রী দলের ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ডি’ আগুস্টিনো গার্ডিয়ানকে জানান, আমাদের চোখের সামনেই গ্রেটাকে হামাগুড়ি দিয়ে চলতে, পতাকা চুম্বন করতে এবং পতাকা গায়ে জড়িয়ে হাঁটতে বাধ্য করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

ঢাকা থেকে গ্রেপ্তার দাউদকান্দির সাবেক চেয়ারম্যান

ঢাকা থেকে গ্রেপ্তার দাউদকান্দির সাবেক চেয়ারম্যান

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

এক ডজন বিয়ে করার ইচ্ছা পরীমণির!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App