×

সিলেট

ওসমানী হাসপাতালে হামলা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

ওসমানী হাসপাতালে হামলা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ছবি : সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের তর্ক, ভাঙচুর এবং মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজনরা প্রথমে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর চালান এবং শিক্ষানবিশ চিকিৎসকসহ দায়িত্বরত কর্মীদের ওপর হামলা করেন। হামলার সময় এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তা করা হয় এবং ওয়ার্ডে কর্মরত কয়েকজন স্টাফ মারধরের শিকার হন।

ঘটনার খবর পেয়ে দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকরা হামলার সঙ্গে জড়িত এক নারীসহ তিনজনকে আটক করেন। পরে উত্তেজিত পরিস্থিতিতে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের মারামারি হয়। পরে পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের শাস্তির দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা রাত থেকেই কর্মবিরতি পালন করছেন। এ ঘটনায় মামলা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হাসপাতাল এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ও স্টাফদের তর্ক ও মারামারির খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে দেশ: তারেক রহমান

গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে দেশ: তারেক রহমান

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App