×

মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি শুরু কবে, জানালেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম

গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি শুরু কবে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে যাচ্ছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১৩ অক্টোবর) থেকে ধাপে ধাপে এই জিম্মি বিনিময় প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১১ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, গাজায় এখনো ২০ জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত এবং ২৮ জনের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাস জীবিতদের পাশাপাশি নিহত জিম্মিদের দেহাবশেষও ফেরত দেবে। খবর দ্য গার্ডিয়ানের।

ট্রাম্প জানান, এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েল তার কারাগারে বন্দি ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তবে এই মুক্তির প্রক্রিয়া একদিনে সম্পন্ন হবে কি না, নাকি কয়েক ধাপে সম্পন্ন হবে, তা এখনো নির্দিষ্ট নয়।

তিনি বলেন, আমি শুনেছি, ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। গাজায় গত দুই বছরে যা ঘটেছে, তা এক ভয়াবহ ট্র্যাজেডি। আমরা চাই, এই মানবিক বিপর্যয়ের অবসান হোক।

আরো পড়ুন : গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে উচ্ছ্বাসের জোয়ার

এর আগে গত ২৯ সেপ্টেম্বর (সোমবার) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন এক পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। এরপর ইসরায়েল ও হামাস উভয় পক্ষ সেই পরিকল্পনায় সম্মতি জানায়। এর পর ১০ অক্টোবর (শুক্রবার) ইসরায়েলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়। যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায় হামাস। ওই হামলায় নিহত হয় ১ হাজার ২০০ জন, আর ২৫১ জনকে জিম্মি করে গাজা উপত্যকায় নিয়ে যায় সংগঠনটি। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর এটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী হামলা।

পরের দিন ৮ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই অভিযান অব্যাহত থাকায় এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

আন্তর্জাতিক একাধিক মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে এই নতুন যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি বিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ যেদিন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ যেদিন

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, সড়কে পুলিশের ব্যারিকেড

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, সড়কে পুলিশের ব্যারিকেড

৭ দফা দাবিতে দেশজুড়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা জাগপার

৭ দফা দাবিতে দেশজুড়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা জাগপার

রেড ক্রসের মাধ্যমে ৭ ইসরায়েলি জিম্মি হস্তান্তর করল হামাস

রেড ক্রসের মাধ্যমে ৭ ইসরায়েলি জিম্মি হস্তান্তর করল হামাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App