×

মধ্যপ্রাচ্য

জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম

জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। রোববার (১২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরাগচি বলেন, আমরা আইএইএ-এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয়, যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষায় সহায়ক হয়, আমরা আবার চুক্তিতে ফিরব।

১৯৬৮ সালে ইরান আইএইএ’র সঙ্গে নন-প্রোলিফারেশন অ্যাক্ট (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর করে। সে সময় দেশের নেতৃত্বে ছিলেন ইরানের শেষ রাজা রেজা পাহলভী। এই চুক্তির মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং আইএইএ’র সঙ্গে সহযোগিতা করবে।

আরো পড়ুন : গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের কারণে ইরান-আইএইএ সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। গত ৬ জুন আইএইএ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ, যা ৯০ শতাংশে উন্নীত হলে সহজেই পরমাণু অস্ত্র তৈরি সম্ভব।

এই বিবৃতির এক সপ্তাহ পরই ১২ জুন রাতে ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, যার নাম দেওয়া হয় ‘দ্য রাইজিং লায়ন’ অভিযান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, এই অভিযান জাতিসংঘের পরমাণু সংস্থার বিবৃতি বিবেচনায় নিয়েই পরিচালিত হয়েছে।

ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রও এতে জড়িয়ে পড়ে। এতে ইরানের সেনাপ্রধানসহ বহু উচ্চপদস্থ কর্মকর্তা এবং কমপক্ষে ১২ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাশাপাশি দেশটির বিভিন্ন পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সেই ৪০০ কেজি ইউরেনিয়ামের অবস্থান এখনও অজানা। জাতিসংঘ জানে না, ইউরেনিয়াম কোথায় সরানো হয়েছে।

সংঘাতের পর আইএইএ ইরানের সঙ্গে নতুন সংলাপের আগ্রহ জানায়, কিন্তু তেহরান জানায়, তারা সংলাপের পক্ষে থাকলেও পরমাণু স্থাপনাগুলো দেখানোর কোনো বাধ্যবাধকতা নেই।

পরে গত সেপ্টেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিন দেশ ইরানকে জাতিসংঘের প্রস্তাব মেনে চলার আহ্বান জানালেও ইরান তার অবস্থান থেকে সরেনি। বৈঠক ব্যর্থ হওয়ার পর জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করে।

রোববারের সাক্ষাৎকারে ইউরোপের দেশগুলোর সঙ্গে পুনরায় বৈঠকের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে আরাগচি বলেন, আমরা তার প্রয়োজন দেখছি না। ইউরোপের সঙ্গে বৈঠকের আর কোনো ভিত্তি নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রেড ক্রসের মাধ্যমে ৭ ইসরায়েলি জিম্মি হস্তান্তর করল হামাস

রেড ক্রসের মাধ্যমে ৭ ইসরায়েলি জিম্মি হস্তান্তর করল হামাস

পদযাত্রা ঘিরে ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থী ধস্তাধস্তি

পদযাত্রা ঘিরে ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থী ধস্তাধস্তি

বিরল রোগে আক্রান্ত শিশু মিম, চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস

বিরল রোগে আক্রান্ত শিশু মিম, চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস

দেশজুড়ে মৌসুম পরিবর্তনের ইঙ্গিত, বিদায় নিচ্ছে বর্ষা

দেশজুড়ে মৌসুম পরিবর্তনের ইঙ্গিত, বিদায় নিচ্ছে বর্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App