শিশুর বাবা-মার কাছে ট্যাবের চাহিদা বেড়েছে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:১৯ এএম

শিশুর বাবা-মার কাছে ট্যাবের চাহিদা বেড়েছে
প্রযুক্তির জমানায় শিশুদের ‘হ্যান্ডেল’ করতে সহজ অস্ত্র হিসেবে বাবা-মাকে প্রায়ই ডিভাইসের শরণাপন্ন হতে হয়। শিশুদের স্ক্রিন টাইম কমানো-বাড়ানো নিয়ে আলাপ হতে পারে, তবে স্ক্রিন টাইম এড়ানোর সুযোগ এখন আর নেই।
বাচ্চাদের চোখের সুরক্ষার কথা চিন্তা করে বাবা-মা এমন ডিভাইসের দিকে ঝুঁকেন, যেটিতে বড় ডিসপ্লে আছে, সেই সাথে আছে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ। দুই দিক বিবেচনা করে তাই ইদানিং প্রযুক্তির বাজারে ট্যাবের চাহিদা বেড়েছে। ব্র্যান্ডগুলোও নিয়ে আসছে নতুন সব মডেল।
শাওমির নতুন ট্যাব- রেডমি প্যাড ২ শিশুদের অনলাইন ক্লাস কিংবা অন্যান্য প্রয়োজন মেটাতে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ১১ ইঞ্চি সাইজের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে ছাড়াও আকর্ষণীয় ডিজাইনের এই ট্যাবটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও দুর্দান্ত সাউন্ড সিস্টেম। চোখের সুরক্ষার জন্য ন্যাচারাল আলোর সাথে সামঞ্জস্য রেখে প্যাডটির ব্রাইটনেস অটোমেটিক এডজাস্ট করে নেয়। ফলে দীর্ঘসময় ব্যবহার করলেও চোখে কোনোরকম অস্বস্তিবোধ হয় না। ফলে কর্মজীবী বাবা-মা নিশ্চিন্তে ভরসা রাখছেন এ ট্যাবটির ওপর।