×

মোবাইল

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট বন্ধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত

এনইআইআর সংক্রান্ত জটিলতা ও সরকারের সঙ্গে আলোচনার অভাবে যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর যমুনা শাখার ব্যবসায়ীরা।

সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে এনইআইআর বাস্তবায়নের জটিলতা দূর করতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মুখে পড়ে বাধ্য হয়ে দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

ঘোষণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১টায় যমুনা ফিউচার পার্কের সামনে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে আগামী কর্মসূচি ঘোষণা করার কথাও জানানো হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এনইআইআর বাস্তবায়নের অসংগতির কারণে বৈধভাবে আমদানি করা ফোন বিক্রি করতে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে, যা শত শত দোকানদারকে ক্ষতিগ্রস্ত করছে। তাঁরা সরকারের জরুরি হস্তক্ষেপের আবেদন জানান।

মার্কেট বন্ধের ফলে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের ভোগান্তি দেখা দিতে পারে। ব্যবসায়ীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট বন্ধ ঘোষণা

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট বন্ধ ঘোষণা

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার, বসেছে ব্যারিকেড

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার, বসেছে ব্যারিকেড

তেঁতুলিয়ায় তাপমাত্রা নিম্নমুখী, বাড়ছে শীতের তীব্রতা

তেঁতুলিয়ায় তাপমাত্রা নিম্নমুখী, বাড়ছে শীতের তীব্রতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App