×

মোবাইল

প্রবাসীদের স্মার্টফোন ব্যবহারে ৬০ দিনের ছাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

প্রবাসীদের স্মার্টফোন ব্যবহারে ৬০ দিনের ছাড়

ছবি : সংগৃহীত

প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে ৬০ দিনের বেশি অবস্থান করলে অবশ্যই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে।

গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে মোবাইল ফোন আমদানির শুল্ক কমানো বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা তিনটি মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। অর্থাৎ নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি দুইটি নতুন ফোন অতিরিক্ত আনলেও ট্যাক্স দিতে হবে না। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স প্রযোজ্য হবে। যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজের ফোন ছাড়াও অতিরিক্ত একটি ফোন আনতে পারবেন ট্যাক্স ছাড়াই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে ফোন আনতে হলে ক্রয়ের বৈধ নথি অবশ্যই সঙ্গে রাখতে হবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যের কিছু বিমানবন্দরে চোরাচালান চক্র প্রবাসীদের চাপ দিয়ে বিভিন্ন দামি পণ্য নিজের নামে বহন করায়। এই ঝুঁকি এড়াতে বৈধ কাগজপত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সভায় স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানিতে প্রায় ৬১ শতাংশ শুল্ক দিতে হয়। শুল্ক কমালে দেশে এসব ফোনের দাম কমে আসবে বলে মন্ত্রণালয় আশা করছে। তবে আমদানি শুল্ক কমানোর সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইলের শুল্ক ও ভ্যাটও সমন্বয় করতে হবে—নইলে স্থানীয় কারখানাগুলোর বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয় একাধিকবার বৈঠক করেছে।

বিজ্ঞপ্তিতে আরো সতর্ক করা হয়েছে নিজের অজান্তে কেউ আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কিনা সে বিষয়ে সচেতন থাকতে। সাইবার অপরাধ, অনলাইন স্ক্যাম, জুয়া কিংবা মোবাইল ব্যাংকিং–সংক্রান্ত অপরাধে অন্য কেউ আপনার নিবন্ধিত সিম ব্যবহার করলে ঝুঁকিতে পড়তে পারেন। তাই সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সভায় আরো জানানো হয়, বিদেশ থেকে পুরোনো ফোনের ডাম্পিং বন্ধ হবে। কেসিং বদলে পুরোনো ইলেকট্রনিক বর্জ্য দেশে ঢুকিয়ে যে ব্যবসা চলছে তা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ভারত, চীন, থাইল্যান্ড থেকে আসা ফ্লাইটগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫–এ মোবাইল সিমের ই-কেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন–সংক্রান্ত তথ্য সুরক্ষার বিধান যোগ করা হয়েছে। রেজিস্ট্রেশন–সংক্রান্ত তথ্য ফাঁস করলে আইনগত শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। নতুন এই নীতিমালাকে কেন্দ্র করে অযথা গুজব ছড়ানো থেকে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

প্রবাসীদের স্মার্টফোন ব্যবহারে ৬০ দিনের ছাড়

প্রবাসীদের স্মার্টফোন ব্যবহারে ৬০ দিনের ছাড়

দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় : চিফ প্রসিকিউটর

দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় : চিফ প্রসিকিউটর

সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App