শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক প্রকাশ
কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম সুমন আর নেই

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম

কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম সুমন
কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম সুমন মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)! মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লেখকের বোন ফারহানা নীলা। নীলা জানান, তিনি ক্যান্সারের সার্জারির পর আইসিইউতে ছিলেন। ফয়জুল ইসলাম সুমন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি পাবনার কৃতি সন্তান অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ফখরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র ও রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভনের বড় ভাই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন' পরিবার। সংগঠনটির সভাপতি
খান হাবিব মোস্তফা বলেন, ফয়জুল ইসলাম সুমনের মৃত্যুতে শুধু পাবনা নয়, জাতি হারিয়েছে একজন যোগ্য অর্থনীতিবিদ,কবি এবং লেখক। আমরা 'শেকড় পাবনা ফাউন্ডেশন' পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে, তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন যেন মরহুমের সকল গোনাহ খাতা মাফ করে দেন, তার পরিবারের সকল সদস্যকে যেন সবরে জামিল দান করেন!
কথাসাহিত্যিক সুমনের জন্ম ১৯৬৩ সালের ২৪ নভেম্বর, ঢাকার সিদ্ধেশ্বরীতে। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়েছেন পাবনা জিলা স্কুল ও পাবনা এডওয়ার্ড কলেজে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এছাড়া উচ্চতর পর্যায়ে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, উইলিয়ামস কলেজ ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ে।
তিনি দীর্ঘদিন বেসরকারি, সরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং রিসার্চ ফেলো ছিলেন। তার প্রথম গল্পগ্রন্থ ‘নক্ষত্রের ঘোড়া’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে। এর দীর্ঘদিন পর ২০১৬ সালে প্রকাশিত হয় আলোচিত গল্পগ্রন্থ ‘খোয়াজ খিজিরের সিন্দুক’, যা প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২ মনোনীত হয়।